Skip to main content

Lucky Customer can win Apple 6s....

EMOTIONS

    

EMOTIONS MAKE US HUMAN.

 DENYING THEM MAKES US BEASTS.




DOODLE ART BY NANDINI MALL.

Comments

  1. Simply awesome. Keep it up Nandini Mall.

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete

Post a Comment

Followers

Popular posts from this blog

প্রেম মানে কি ? আসলে কি ?

প্রেম   মানে   কি  ?   আসলে   কি  ?   প্রেম   মানে   কি  ?   প্রেম   মানে   ভালোবাসা ,    প্রেম   মানে   ভালোলাগা ,   কাউকে   প্রথমবার   দেখে ,  তাকে   প্রত্যেক   তা   মুহূর্ত   দেখার   ইচ্ছে   হওয়া ,   একেই   বলে   প্রেম ।   তার   নাম   না   জেনেও ,   তার   ব্যাপারে   কিছু   না   জেনেও ,   তার   জন্য   সব   কিছু   করতে   পাড়ার   অনুভূতি   হওয়া ,   একেই   বলে   প্রেম ।   তাকে   প্রথম   বার   ভিড়   বাসে   দেখে ,   শুধু   তাকেই   দেখতে   থাকা ,   একেই   মনে   হয়   বলে   প্রেম ।   একই   জায়গায়   কাজ   করা ,   কোনো   সময়   দেখা   হলে   মুচকি   হাসা...

আমার শহর কলকাতা

এই শহর, আমার শহর, ভালোবাসার শহর, ঐতিহ্যের শহর, মিষ্টির শহর আর আরো অনেক কিছু ভালোলাগার মতো শহর, এরই নাম কলকাতা । যেখানে মানুষের দিন চালু হয় ল্যাদ দিয়ে আর শেষ হয় রাজ্যের ভিত্তিহীন কথাবার্তা দিয়ে , তবুও  এই  আমার শহর ভালোবাসার শহর । হাওড়া স্টেশন থেকে ভিড় নেমে এসে পড়ে হাওড়া ব্রিজে আর তারপর আসে এই শহরে , তারপর সে কতোই না রাগ কতোই না বিদ্বেষ কতোই না প্রেম আর শেষে কিছু সব ভুলে গিয়ে ভালোবেসে বাড়ি ফেরা , তাই এই শহর ভালোবাসার শহর । এই শহর কবিগুরুর , এই শহর নেতাজির , এই শহরের বাতাশে আছে সাহিত্য আছে স্বাধীনতার ভাবনা , আছে কবিগুরুর কাজ, আছে নেতাজির ফিরে আসার কামনা, তাই এই শহর আশার শহর। RAY থেকে ঘোষ , অপু থেকে শঙ্কর সব আছে এই শহরে , চলচ্চিত্র নিয়ে ভাবি আগে আমরা তারপর ভাবে পুরো দুনিয়া, তাই এই শহর চলচিত্রের শহর। বন্ধুত্বের মধ্যে আসে কিছু ভাবনা , আর তার থেকেই বেরোয় "এই বোকাচোদা", শুনতে খারাপ লাগলেও, মনে লাগেনা , তাই এই শহর একটু অন্য রকম ভাবে বন্ধুত্ব মানানোর শহর । ফেলুদা থেকে ব্যোমকেশ , কিরীটি থেকে শবর সব আছে এই শহরে , রহস্যের এই শ...

A lost Dream

Today I met my Dream again. Dream that walked in my life when I was 8, Dream that left me when I was 18. Dream that gave me a cause to live this life. Dream that taught me how to fight. How can I forget it's glowing eyes, That leaded me in my aimless nights. How can I fail to recall it's firm hand, That held me when I was about to cry. My Dream. It had the same old smile as it had when I was a child. I still desired to grab it's body with both my hands. But it was too late. My Dream was walking to the woods of dark, While I was trapped in the cage of responsibility and Fate.                                                                                              - Swati Singh         ...