প্রেম মানে কি ? আসলে কি ?
প্রেম মানে কি ?
প্রেম মানে ভালোবাসা,
প্রেম মানে ভালোলাগা,
কাউকে প্রথমবার দেখে, তাকে প্রত্যেক তা মুহূর্ত দেখার ইচ্ছে হওয়া,
একেই বলে প্রেম।
তার নাম না জেনেও,
তার ব্যাপারে কিছু না জেনেও,
তার জন্য সব কিছু করতে পাড়ার অনুভূতি হওয়া,
একেই বলে প্রেম।
তাকে প্রথম বার ভিড় বাসে দেখে,
শুধু তাকেই দেখতে থাকা,
একেই মনে হয় বলে প্রেম।
একই জায়গায় কাজ করা,
কোনো সময় দেখা হলে মুচকি হাসা,
আর পাশ দিয়ে চলে যাওয়া,
একেই মনে হয় বলে প্রেম।
কাজের ফাঁকে তাকে বারবার দেখার ইচ্ছে হওয়া,
একবার তার সাথে কথা বলার চেষ্টা করা,
একেই বলে প্রেম।
তাকে লুকিয়ে লুকিয়ে ভালোবাসা,
এক ঝলক দেখবার আশায় উচ্ছাসিত হওয়া,
একেই বলে প্রেম।
হটাৎ কিছুদিন ধরে তাকে না দেখতে পাওয়া,
তার ব্যাপারে একটু বেশিই চিন্তা হওয়া,
মনে হয় একেই বলে প্রেম।
তাকে হটাৎ অন্য কারুর সাথে দেখে,
তাও নিজের ওপর ভরসা রাখা,
মনে হয় একেই বলে প্রেম।
কিন্তু,
কিছু দিন পর তাকে, তাকেই কিস করতে দেখে মন ভেঙে গিয়েও,
হালকা হেঁসে ওইখান থেকে বেরিয়ে যাওয়া,
মনে হয় একেই বলে প্রেম।
এটা বুঝতে পারা যে আমার আর কোনো সুযোগ নেই,
কিন্তু তাও নিজেকে তার ব্যাপারে ভাবার থেকে আটকাতে না পারা,
মনে হয় একেই বলে প্রেম।
----------------------------------------------------------------------------------
পরের দিন বাসে তাকে দেখে আবার হাসা ,
আর তারপরই তার পাশের মেয়েটাকে দেখে মনের মধ্যে একটা অন্য রকম হাওয়া বয়ে যাওয়া,
মনে হয় একেই বলে প্রেম।
ছেলেদের আসল প্রেম।
- Prodipto Das
Comments
Post a Comment