এই শহর, আমার শহর, ভালোবাসার শহর, ঐতিহ্যের শহর, মিষ্টির শহর
আর আরো অনেক কিছু ভালোলাগার মতো শহর,
এরই নাম কলকাতা ।
যেখানে মানুষের দিন চালু হয় ল্যাদ দিয়ে আর শেষ হয় রাজ্যের
ভিত্তিহীন কথাবার্তা দিয়ে ,
তবুও এই আমার শহর ভালোবাসার শহর ।
হাওড়া স্টেশন থেকে ভিড় নেমে এসে পড়ে হাওড়া ব্রিজে আর তারপর
আসে এই শহরে ,
তারপর সে কতোই না রাগ কতোই না বিদ্বেষ কতোই না প্রেম
আর শেষে কিছু সব ভুলে গিয়ে ভালোবেসে বাড়ি ফেরা ,
তাই এই শহর ভালোবাসার শহর ।
এই শহর কবিগুরুর , এই শহর নেতাজির , এই শহরের বাতাশে আছে
সাহিত্য আছে স্বাধীনতার ভাবনা ,
আছে কবিগুরুর কাজ, আছে নেতাজির ফিরে আসার কামনা,
তাই এই শহর আশার শহর।
RAY থেকে ঘোষ , অপু থেকে শঙ্কর সব আছে এই শহরে ,
চলচ্চিত্র নিয়ে ভাবি আগে আমরা তারপর ভাবে পুরো দুনিয়া,
তাই এই শহর চলচিত্রের শহর।
বন্ধুত্বের মধ্যে আসে কিছু ভাবনা , আর তার থেকেই বেরোয়
"এই বোকাচোদা",
শুনতে খারাপ লাগলেও, মনে লাগেনা ,
তাই এই শহর একটু অন্য রকম ভাবে বন্ধুত্ব মানানোর শহর ।
ফেলুদা থেকে ব্যোমকেশ , কিরীটি থেকে শবর সব আছে এই শহরে
,
রহস্যের এই শহরে আছে অনেক অজানা তথ্য,
তাই এই শহর রহস্যের শহর।
উত্তম - সুচিত্রা থেকে হেমন্ত - মান্না এই শহরে আছে ভালোবাসা
আর বন্ধুত্বের গানের হাওয়া
তাই এই শহর সম্পর্কের শহর ।
কফি হাউস থেকে সিটি সেন্টার, এই শহরে আছে অগুন্তিক আড্ডা
দেওয়ার জায়গা,
কিছু মনের কথা কিছু জীবনের কথা মন খুলে বলার জায়গা,
তাই এই শহর শেষ না হওয়া আড্ডার শহর।
"আমি তোমাকে ভালোবাসি" থেকে "হট্ শালা",
এই শহরের হাওয়া তে আছে ভাবনা, আছে কিছু ইমোশন্স
তাই এই শহর প্রকৃত ভালোবাসার শহর ।
"আমি ঘটি তুই বাঙাল", এই বলেই অর্ধেক ঝগড়া চালু
আর এতেই শেষ ,
তাই এই শহর মিষ্টি ঝগড়ার শহর।
“KKR!! KKR!!” থেকে ইস্টবেঙ্গল আর মোহনবাগান এর ডার্বি সব
আছে এই শহরে ,
খেলা থেকে বাওয়ালি সব আছে এই শহরে ,
তাই এই শহর উত্তেজনার শহর।
গাঙ্গুলী থেকে গোস্বামী সবাই আছে এই শহরে ,
তাই আছে খেলাধুলার স্বাধ, আছে লড়াইয়ের আশ্বাস,
তাই এই শহর লড়ে যাওয়ার শহর।
দাদা থেকে দিদি, ব্রিগেড থেকে সমাবেশ ,পথ অবরোধ থেকে ডিম্
ভাত, সব আছে এই শহরে ,
তাই এই শহর রাজনীতির শহর।
ধর্মতলা থেকে ৭ পয়েন্ট ক্রসিং , শ্যামবাজার মোর থেকে বেহালা
চৌরাস্তা সেও আছে এই শহরে
মজার এই রাস্তা , ঐতিহ্যের এই রাস্তা,
তাই এই শহর নতুন পথ খোঁজার শহর।
"দুগ্গা - দুগ্গা" থেকে "বলো দূর্গা মাইকী",
এই শহরে মায়ের বরণ থেকে মায়ের বিদায় সব হয় মানুষের জনজোয়ারে,
মাড্ডক্স থেকে বাগবাজার, দেশপ্রিয় থেকে শ্রীভূমি কাশ ফোটে
এই পুজোর মরশুমে,
তাই এই শহর উৎসবের শহর।
নন্দন থেকে জ্ঞান মঞ্চ, আছে নাটকের বাহার, আছে বাঙালি ঐতিহ্যের
স্বাধ, আর্ট থেকে কবিতা,
আছে ফোটোগ্রাফি থেকে স্ট্রিটপ্লে,
তাই এই শহর পুরোনো জিনিস কে নিয়ে বেঁচে থাকার শহর।
ট্রাম থেকে হাত টানা রিকশা, পথ চলতে চলতে নতুন নতুন জায়গা
খুঁজে পাওয়ার মজা,
সব আছে এই শহরে, তাই এই শহর কিছু নতুন অনুভব করার শহর।
ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে ময়দান, আছে ইতিহাস থেকে প্রেম
করার জায়গা,
আছে জীবন তাকে নতুন ভাবে বেঁচে পাওয়ার জায়গা ,
তাই এই শহর খোলা জীবনের শহর।
ইডেন গার্ডেন থেকে যুব ভারতী, এখানে আছে ক্রিকেট থেকে ফুটবলের
নেশা ,
খেলার জন্য উত্তেজনা থেকে মানুষের ভিড়, সব কিছুই আছে এই শহরে,
তাই এই শহর নতুন ভাবে উত্তেজনা খোঁজার শহর।
মিষ্টি দই থেকে রসগোল্লা এই শহরে আছে মিষ্টির ভান্ডার ,
মিষ্টি ভাবনা , মিষ্টি আচরণ সব ই আছে এই শহরে ,
তাই এই শহর মিষ্টির শহর।
কলকাতা –
THE CITY OF JOY, এই শহরে নেই এমন কিছু নেই ,
এই শহর আমার, এই শহর তোমার , এই শহর সবার ,
এই শহর না বোঝে ভেদাভেদ না বোঝে জাতি ,
এই শহরে দিন চালু হয় রাজনীতি দিয়ে আর শেষ হয় পাড়ার মোর তেলেভাজা
দিয়ে,
এই শহর এখন হয়েছে অনেক উন্নত , হয়েছে রঙিন, হয়ে গেছে নর্থ
সাউথ এর ভাগাভাগি
তও বাঙালিরা আছে এক থাকবেও এক,
তাই এই শহর আমার শহর ভালোবাসার শহর ভালোলাগার শহর '
আমার কলকাতা
Comments
Post a Comment