এই শহর, আমার শহর, ভালোবাসার শহর, ঐতিহ্যের শহর, মিষ্টির শহর আর আরো অনেক কিছু ভালোলাগার মতো শহর, এরই নাম কলকাতা । যেখানে মানুষের দিন চালু হয় ল্যাদ দিয়ে আর শেষ হয় রাজ্যের ভিত্তিহীন কথাবার্তা দিয়ে , তবুও এই আমার শহর ভালোবাসার শহর । হাওড়া স্টেশন থেকে ভিড় নেমে এসে পড়ে হাওড়া ব্রিজে আর তারপর আসে এই শহরে , তারপর সে কতোই না রাগ কতোই না বিদ্বেষ কতোই না প্রেম আর শেষে কিছু সব ভুলে গিয়ে ভালোবেসে বাড়ি ফেরা , তাই এই শহর ভালোবাসার শহর । এই শহর কবিগুরুর , এই শহর নেতাজির , এই শহরের বাতাশে আছে সাহিত্য আছে স্বাধীনতার ভাবনা , আছে কবিগুরুর কাজ, আছে নেতাজির ফিরে আসার কামনা, তাই এই শহর আশার শহর। RAY থেকে ঘোষ , অপু থেকে শঙ্কর সব আছে এই শহরে , চলচ্চিত্র নিয়ে ভাবি আগে আমরা তারপর ভাবে পুরো দুনিয়া, তাই এই শহর চলচিত্রের শহর। বন্ধুত্বের মধ্যে আসে কিছু ভাবনা , আর তার থেকেই বেরোয় "এই বোকাচোদা", শুনতে খারাপ লাগলেও, মনে লাগেনা , তাই এই শহর একটু অন্য রকম ভাবে বন্ধুত্ব মানানোর শহর । ফেলুদা থেকে ব্যোমকেশ , কিরীটি থেকে শবর সব আছে এই শহরে , রহস্যের এই শ...
Tht was grt open mic mai use karunga ye
ReplyDeletebhaut mast...keep it up
ReplyDelete