Skip to main content

Posts

Showing posts from January, 2019

Lucky Customer can win Apple 6s....

" আমরা যা ভাবি, যা বলি, আর যা করি " - PART 1

" আমরা যা ভাবি , যা বলি , আর যা করি " শীতের সকাল, বেলা ১০ টা বাজ ছিল , কলেজের ক্যান্টিন এ বসে ছিলাম রোজের মতো, চা খেতে খেতে কিছু একটা জিনিস নিয়ে ভবছিলাম ই   কি, এসে হাজির হলো আমার সব বন্ধুগনেরা , "বাবু দা, আরো ৪ টে চা দাও"। সব কোটা এসে বসলো , ক্লাস আমাদের কারুর ই ছিলোনা বলাই যাই, তার থেকে ভালো ভাবে বলা যাই যে আমরা সবাই বাংক মেরে ক্যান্টিন এ বসেছিলাম, যাই হক এতো আমাদের রোজের রুটিন হয়ে দাঁড়িয়েছে। বসে ছিলাম, রোজের মতো কিছু যুক্তিহীন কথাবার্তা বলছিলাম নিজেদর মধ্যে যেমন কি নিজেদের ক্লাস এর কথা, স্যার ম্যাডাম দের কথা, নিজেদর ক্রাশ দের নিয়ে কথা আরও কতোই কি না, তার ই মধ্যে হটাৎ ফোন এর নোটিফিকেশন টিউন টা বেজে উঠলো, আর তারপর দেখি শুধু আমার ফোন এর ই একরকম টিউন আরও ২ থেকে ৩ বার আরও বাজলো আর তারপর আমাদের ই মধ্যে আরও কিছু জনের এক ই নোটিফিকেশন এলো। নোটিফিকেশন টা ছিল এরকম " Bengal Most Unsafe For Women Shows Latest Crime Records Bureau Data Of the total 15,379 victims in these cases, 58 % were below the age of 18 years, according to the latest NCRB statistics...

আমার শহর কলকাতা

এই শহর, আমার শহর, ভালোবাসার শহর, ঐতিহ্যের শহর, মিষ্টির শহর আর আরো অনেক কিছু ভালোলাগার মতো শহর, এরই নাম কলকাতা । যেখানে মানুষের দিন চালু হয় ল্যাদ দিয়ে আর শেষ হয় রাজ্যের ভিত্তিহীন কথাবার্তা দিয়ে , তবুও  এই  আমার শহর ভালোবাসার শহর । হাওড়া স্টেশন থেকে ভিড় নেমে এসে পড়ে হাওড়া ব্রিজে আর তারপর আসে এই শহরে , তারপর সে কতোই না রাগ কতোই না বিদ্বেষ কতোই না প্রেম আর শেষে কিছু সব ভুলে গিয়ে ভালোবেসে বাড়ি ফেরা , তাই এই শহর ভালোবাসার শহর । এই শহর কবিগুরুর , এই শহর নেতাজির , এই শহরের বাতাশে আছে সাহিত্য আছে স্বাধীনতার ভাবনা , আছে কবিগুরুর কাজ, আছে নেতাজির ফিরে আসার কামনা, তাই এই শহর আশার শহর। RAY থেকে ঘোষ , অপু থেকে শঙ্কর সব আছে এই শহরে , চলচ্চিত্র নিয়ে ভাবি আগে আমরা তারপর ভাবে পুরো দুনিয়া, তাই এই শহর চলচিত্রের শহর। বন্ধুত্বের মধ্যে আসে কিছু ভাবনা , আর তার থেকেই বেরোয় "এই বোকাচোদা", শুনতে খারাপ লাগলেও, মনে লাগেনা , তাই এই শহর একটু অন্য রকম ভাবে বন্ধুত্ব মানানোর শহর । ফেলুদা থেকে ব্যোমকেশ , কিরীটি থেকে শবর সব আছে এই শহরে , রহস্যের এই শ...

Followers