" আমরা
যা ভাবি, যা বলি, আর
যা করি "
শীতের সকাল,
বেলা ১০ টা বাজ ছিল , কলেজের ক্যান্টিন এ বসে ছিলাম রোজের মতো, চা খেতে খেতে কিছু একটা
জিনিস নিয়ে ভবছিলাম ই কি, এসে হাজির হলো আমার
সব বন্ধুগনেরা , "বাবু দা, আরো ৪ টে চা দাও"। সব কোটা এসে বসলো , ক্লাস আমাদের
কারুর ই ছিলোনা বলাই যাই, তার থেকে ভালো ভাবে বলা যাই যে আমরা সবাই বাংক মেরে ক্যান্টিন
এ বসেছিলাম, যাই হক এতো আমাদের রোজের রুটিন হয়ে দাঁড়িয়েছে।
বসে ছিলাম,
রোজের মতো কিছু যুক্তিহীন কথাবার্তা বলছিলাম নিজেদর মধ্যে যেমন কি নিজেদের ক্লাস এর
কথা, স্যার ম্যাডাম দের কথা, নিজেদর ক্রাশ দের নিয়ে কথা আরও কতোই কি না, তার ই মধ্যে
হটাৎ ফোন এর নোটিফিকেশন টিউন টা বেজে উঠলো, আর তারপর দেখি শুধু আমার ফোন এর ই একরকম
টিউন আরও ২ থেকে ৩ বার আরও বাজলো আর তারপর আমাদের ই মধ্যে আরও কিছু জনের এক ই নোটিফিকেশন
এলো। নোটিফিকেশন টা ছিল এরকম
" Bengal
Most Unsafe For Women Shows Latest Crime Records Bureau Data
Of the
total 15,379 victims in these cases, 58 % were below the age of 18 years,
according to the latest NCRB statistics on crime released for 2016 ", আর ঠিক
তার সাথেই আরও একটা খবর ছিল যাতে লেখা, ২০ বছরের এক যুবতী কে ধর্ষণ করে কেষ্টপুরের
খালে ফেলে গিয়েছিলো, মেয়েটির অবস্থা খুব ই শোচনীয় আর এখন তাকে PG তে এডমিট করা হয়েছে।
আমরা সবাই এই
খবর টা পরে কিছুক্ষন চুপ করে বসে রইলাম আর তারপর আমি আমাদের মধ্যে ই একজন বলে উঠলো
যে, এগুলো এখন একটু বেশি ই বেড়ে গেছে, খবর খুললেই এই এক ই খবর সব জায়গায়, তারপর আবার
একজন বলে উঠলো যে এখন এসব যে বেড়েছে তার একটাই কারণ আছে এন্ড সেটা হলো যে মেয়েরা নিজেদর
এখন এতটাই ওপেন মাইন্ডেড বানিয়ে ফেলেছে যে ছেলেরা তার সুযোগ নিতে চায় আর তার থেকেই
এই নোংরা ক্রাইম এর দিকে এগিয়ে যাই।
আমি অনেক্ষন
ধরে এগুলো শুনছিলাম আর তারপর আর চুপ না ঠকতে পেরে নিজেও কিছু বলা চালু করলাম।
তো এখানে আমি
বলে রাখি যে আমি হলাম এমন একজন মানুষ যে সব বিষয়ে কথা বলতে ভালোবাসে আর কেন জানিনা
অনেকের সেটা ভালো ও লাগে।
"দেখ সবাই,
এটা এমন একটা জিনিস যেটা নিয়ে আমরা অনেক কথা বলি কিন্তু ব্যাপার টা হলো যে আমরা এগুলো
নিয়ে তেমন কিছুই করতে পারবোনা, আমাদের নিজেদের কিছু দায়িত্ব থাকে কিন্তু যতোদিন না
আমরা সেটা পালন করবো আর যতোদিন না আমরা মেয়েদের কে একটা জিনিস না ভাবে নিজেদর মতো ভাববো
ততদিন এসব অযোক্তিক কথাবার্তা করে কেন লাভ নেই ", সবাই এটা শুনে এমন একটা ভাবে
আমার দিকে তাকালো যেন আমি কি না কি বলে ফেললাম, কিন্তু যাই হক আমাদের এই কথা টা আরও
অনেক্ষন চললো, যাওয়ার আগে আমরা সবাই ঠিক করলাম যে আজ বাড়ি যাওয়ার আগে সবাই সামনে কোনো
রেস্তোরাঁ তে যাবো।
আমাদের সবার
ই রেস্তোরাঁ থেকে বেরোতে একটু বেশি ই দেরি হয়ে গেলো, মোটামোটি ১০ টা বেজে গিয়েছিলো,
রেস্তোরাঁ থেকে বেরিয়ে দেখি গাড়ি ও তেমন নেই রাস্তায়, রাজারহাট এর জায়গায় এই সময় এ
এমনিও একটু বেশি ই নিস্তব্দ থাকে, যাই হোক আমরা ৫ জন মিলে একটা UBER XL বুক করলাম,
আমরা গাড়িতে করে যাচ্ছিলাম ই কি হঠাৎ দেখি আকাঙ্খার মোরে বাস থেকে একটা মেয়ে নামলো,
আমাদের গাড়ি টা বেশ অনেকটাই দূরে ছিল আর তার ওপর শীতের রাত, এমনিও খুব একটা ভালো ভাবে
কিছু দেখা যাচ্ছিলো না, আমরা নিজেদের মতো গাড়িতে বসে হঠাৎ তখন ই দেখি আমাদের গাড়ির
পাশ থেকে একটা বাইক ফুল স্পিড ই বেরিয়ে গেলো আর সেটা একটু এগিয়ে ই হঠাৎ ওই মেয়েটার
সামনে দাঁড়িয়ে পড়লো। আমি গাড়ির সামনের সিট এ বসে ছিলাম তো আমি দেখছিলাম পুরো ব্যাপার
টা, তো হঠাৎ দেখি কি যে বাইক টা মেয়েটার সামনে গিয়ে দাঁড়ালো, বাইক টাকে দাঁড় করালো
দূর থেকে মনে হচ্ছিলো জন মেয়েটার সাথে কোনো কথা বলছিলো তারপর হঠাৎ মেয়েটাকে টেনে নিয়ে
রাস্তার সাইড এ নিয়ে গেলো, এখানে বলে রাখি যে রাজারহাট এর রাস্তার অবস্থা এমন ই যে
রাস্তার সাইড এ ফাঁকা জমি আছে অনেক।
আমি ওরম একটা
জিনিস দেখে প্যানিক হয়ে পড়লাম, গাড়ির স্পিড টা বাড়িয়ে ওই বাইক তার কাছে গিয়ে আমাদের
গাড়ি টাকে দাঁড় করলাম। সবাইকে বললাম ব্যাপার টা, আমি গাড়ি থেকে নামতে যাচ্ছিলাম যেই
ঠিক তখন ই ড্রাইভার টা আমায় মানা করলো যেতে আর তার কথা শুনে আমার বন্ধুরা ও আমায় মানা
করলো যেতে, আমি অনেক জোর করতেও কেউ যেতে দিলো না, সবাই বলে উঠলো যে "এসব ঝামেলায়
না পড়া ই ভালো,আমাদের তো কারুর সাথে কিছু হচ্ছেনা, আর অনেক দেরি হয়ে গেছে আর বেশি দেরি
হলে বাড়িতে ঝামেলা করবে," এসব শুনে আমি অনেক কিছু ভাবলাম বলবো কিন্তু তারপর কেনো
জানিনা
আমি নিজেও অন্য
সবার মতো নিজের কথা ভেবে যখন থেকে বেরিয়ে গেলাম।
যেতে যেতে ওই
মেয়েটির কথা ই ভাবছিলাম যে ওর অবস্থা এখন কেমন ই বা হবে??
পরের দিন সকালে
আবার কলেজের ক্যান্টিন এ বসেছিলাম রোজের মতো, এক হাতে চায়ের গ্লাস আরেক হাতে ফোন নিয়ে
কিছু ব্রাউস করছিলাম তো হঠাৎ ফোন এর নোটিফিকেশন টিউন টা বেজে উঠলো আর একটা নোটিফিকেশন
এলো যাতে লেখা "Girl age 22 raped near Rajarhat , another incident occurred
in the heart of West Bengal". এটা দেখে আমার হাত থেকে চায়ের কাপ তা পরে গেলো
আর আমি চুপ হয়ে গেলাম, ভাবতে পাচ্ছিলাম না যে কি করবো। কিছুক্ষন পর ব্যাগ তা নিয়ে ক্যান্টিন
থেকে বেরিয়ে ক্লাস এই চলে গেলাম আর কেন জানিনা নিজের ওপর একটা ঘিন্না হচ্ছিলো।
"আমরা
কেন জানিনা, জীবনে অনেক ঘটনার মুখোমুখি হই, কিছু ঘটনা যেগুলো সারাজীবনের মতো আমাদের
জীবনে একটা দাগ কেটে যায় আর কিছু যেটা জীবনে পাওয়া শিক্ষা তা কাজে লাগানোর সুযোগ করে
দেয়, এবার ব্যাপার তা হলো যে আমরা মানুষেরা নিজেদর ব্যাপারে এতো তাই বেশি ভাবি যে আমরা
যখন কেন একটা ঘটে যাওয়া ঘটনা নিয়ে কথা বলি তখন আমরা অনেক ভালো কথা বলি, সমাজের ওপর
আমাদের দায়িত্ববোধ বোঝাই কিন্তু ঠিক যখন ওরম একটা পরিস্থিতির মুখোমুখি হই যেখানে সত্যি
নিজের দায়িত্ববোধ দেখানোর দরকার ঠিক তখন ই আমরা যখন থেকে পালিয়ে যাই নিজেদর কথা ভেবে
আর তারপর আবার ওই জিনিস তা নিয়ে ই নিজেকে লজ্জিত করি কিন্তু আসলে আমরা ভেতর থেকে মানুষ
হিসেবে কিছু ও বদলায় না তো আমরা লোকেদের না বুঝিয়ে, এসব নিয়ে কথা না বলে যদি নিজেরা
নিজেদর দায়িত্ব ঠিক সময় এ দেখালে মনে হয় নিজেদের
সমাজের ওপর কিছু ভালো কর্ম করা যাবে"।
-Prodipto Das
-Prodipto Das
Perfect story according to reality.
ReplyDelete