Skip to main content

Lucky Customer can win Apple 6s....

" আমরা যা ভাবি, যা বলি, আর যা করি " - PART 1


" আমরা যা ভাবি, যা বলি, আর যা করি "

শীতের সকাল, বেলা ১০ টা বাজ ছিল , কলেজের ক্যান্টিন এ বসে ছিলাম রোজের মতো, চা খেতে খেতে কিছু একটা জিনিস নিয়ে ভবছিলাম ই  কি, এসে হাজির হলো আমার সব বন্ধুগনেরা , "বাবু দা, আরো ৪ টে চা দাও"। সব কোটা এসে বসলো , ক্লাস আমাদের কারুর ই ছিলোনা বলাই যাই, তার থেকে ভালো ভাবে বলা যাই যে আমরা সবাই বাংক মেরে ক্যান্টিন এ বসেছিলাম, যাই হক এতো আমাদের রোজের রুটিন হয়ে দাঁড়িয়েছে।
বসে ছিলাম, রোজের মতো কিছু যুক্তিহীন কথাবার্তা বলছিলাম নিজেদর মধ্যে যেমন কি নিজেদের ক্লাস এর কথা, স্যার ম্যাডাম দের কথা, নিজেদর ক্রাশ দের নিয়ে কথা আরও কতোই কি না, তার ই মধ্যে হটাৎ ফোন এর নোটিফিকেশন টিউন টা বেজে উঠলো, আর তারপর দেখি শুধু আমার ফোন এর ই একরকম টিউন আরও ২ থেকে ৩ বার আরও বাজলো আর তারপর আমাদের ই মধ্যে আরও কিছু জনের এক ই নোটিফিকেশন এলো। নোটিফিকেশন টা ছিল এরকম
" Bengal Most Unsafe For Women Shows Latest Crime Records Bureau Data
Of the total 15,379 victims in these cases, 58 % were below the age of 18 years, according to the latest NCRB statistics on crime released for 2016 ", আর ঠিক তার সাথেই আরও একটা খবর ছিল যাতে লেখা, ২০ বছরের এক যুবতী কে ধর্ষণ করে কেষ্টপুরের খালে ফেলে গিয়েছিলো, মেয়েটির অবস্থা খুব ই শোচনীয় আর এখন তাকে PG তে এডমিট করা হয়েছে।
আমরা সবাই এই খবর টা পরে কিছুক্ষন চুপ করে বসে রইলাম আর তারপর আমি আমাদের মধ্যে ই একজন বলে উঠলো যে, এগুলো এখন একটু বেশি ই বেড়ে গেছে, খবর খুললেই এই এক ই খবর সব জায়গায়, তারপর আবার একজন বলে উঠলো যে এখন এসব যে বেড়েছে তার একটাই কারণ আছে এন্ড সেটা হলো যে মেয়েরা নিজেদর এখন এতটাই ওপেন মাইন্ডেড বানিয়ে ফেলেছে যে ছেলেরা তার সুযোগ নিতে চায় আর তার থেকেই এই নোংরা ক্রাইম এর দিকে এগিয়ে যাই।
আমি অনেক্ষন ধরে এগুলো শুনছিলাম আর তারপর আর চুপ না ঠকতে পেরে নিজেও কিছু বলা চালু করলাম।
তো এখানে আমি বলে রাখি যে আমি হলাম এমন একজন মানুষ যে সব বিষয়ে কথা বলতে ভালোবাসে আর কেন জানিনা অনেকের সেটা ভালো ও লাগে।
"দেখ সবাই, এটা এমন একটা জিনিস যেটা নিয়ে আমরা অনেক কথা বলি কিন্তু ব্যাপার টা হলো যে আমরা এগুলো নিয়ে তেমন কিছুই করতে পারবোনা, আমাদের নিজেদের কিছু দায়িত্ব থাকে কিন্তু যতোদিন না আমরা সেটা পালন করবো আর যতোদিন না আমরা মেয়েদের কে একটা জিনিস না ভাবে নিজেদর মতো ভাববো ততদিন এসব অযোক্তিক কথাবার্তা করে কেন লাভ নেই ", সবাই এটা শুনে এমন একটা ভাবে আমার দিকে তাকালো যেন আমি কি না কি বলে ফেললাম, কিন্তু যাই হক আমাদের এই কথা টা আরও অনেক্ষন চললো, যাওয়ার আগে আমরা সবাই ঠিক করলাম যে আজ বাড়ি যাওয়ার আগে সবাই সামনে কোনো রেস্তোরাঁ তে যাবো।
আমাদের সবার ই রেস্তোরাঁ থেকে বেরোতে একটু বেশি ই দেরি হয়ে গেলো, মোটামোটি ১০ টা বেজে গিয়েছিলো, রেস্তোরাঁ থেকে বেরিয়ে দেখি গাড়ি ও তেমন নেই রাস্তায়, রাজারহাট এর জায়গায় এই সময় এ এমনিও একটু বেশি ই নিস্তব্দ থাকে, যাই হোক আমরা ৫ জন মিলে একটা UBER XL বুক করলাম, আমরা গাড়িতে করে যাচ্ছিলাম ই কি হঠাৎ দেখি আকাঙ্খার মোরে বাস থেকে একটা মেয়ে নামলো, আমাদের গাড়ি টা বেশ অনেকটাই দূরে ছিল আর তার ওপর শীতের রাত, এমনিও খুব একটা ভালো ভাবে কিছু দেখা যাচ্ছিলো না, আমরা নিজেদের মতো গাড়িতে বসে হঠাৎ তখন ই দেখি আমাদের গাড়ির পাশ থেকে একটা বাইক ফুল স্পিড ই বেরিয়ে গেলো আর সেটা একটু এগিয়ে ই হঠাৎ ওই মেয়েটার সামনে দাঁড়িয়ে পড়লো। আমি গাড়ির সামনের সিট এ বসে ছিলাম তো আমি দেখছিলাম পুরো ব্যাপার টা, তো হঠাৎ দেখি কি যে বাইক টা মেয়েটার সামনে গিয়ে দাঁড়ালো, বাইক টাকে দাঁড় করালো দূর থেকে মনে হচ্ছিলো জন মেয়েটার সাথে কোনো কথা বলছিলো তারপর হঠাৎ মেয়েটাকে টেনে নিয়ে রাস্তার সাইড এ নিয়ে গেলো, এখানে বলে রাখি যে রাজারহাট এর রাস্তার অবস্থা এমন ই যে রাস্তার সাইড এ ফাঁকা জমি আছে অনেক।
আমি ওরম একটা জিনিস দেখে প্যানিক হয়ে পড়লাম, গাড়ির স্পিড টা বাড়িয়ে ওই বাইক তার কাছে গিয়ে আমাদের গাড়ি টাকে দাঁড় করলাম। সবাইকে বললাম ব্যাপার টা, আমি গাড়ি থেকে নামতে যাচ্ছিলাম যেই ঠিক তখন ই ড্রাইভার টা আমায় মানা করলো যেতে আর তার কথা শুনে আমার বন্ধুরা ও আমায় মানা করলো যেতে, আমি অনেক জোর করতেও কেউ যেতে দিলো না, সবাই বলে উঠলো যে "এসব ঝামেলায় না পড়া ই ভালো,আমাদের তো কারুর সাথে কিছু হচ্ছেনা, আর অনেক দেরি হয়ে গেছে আর বেশি দেরি হলে বাড়িতে ঝামেলা করবে," এসব শুনে আমি অনেক কিছু ভাবলাম বলবো কিন্তু তারপর কেনো জানিনা
আমি নিজেও অন্য সবার মতো নিজের কথা ভেবে যখন থেকে বেরিয়ে গেলাম।
যেতে যেতে ওই মেয়েটির কথা ই ভাবছিলাম যে ওর অবস্থা এখন কেমন ই বা হবে?? 
পরের দিন সকালে আবার কলেজের ক্যান্টিন এ বসেছিলাম রোজের মতো, এক হাতে চায়ের গ্লাস আরেক হাতে ফোন নিয়ে কিছু ব্রাউস করছিলাম তো হঠাৎ ফোন এর নোটিফিকেশন টিউন টা বেজে উঠলো আর একটা নোটিফিকেশন এলো যাতে লেখা "Girl age 22 raped near Rajarhat , another incident occurred in the heart of West Bengal". এটা দেখে আমার হাত থেকে চায়ের কাপ তা পরে গেলো আর আমি চুপ হয়ে গেলাম, ভাবতে পাচ্ছিলাম না যে কি করবো। কিছুক্ষন পর ব্যাগ তা নিয়ে ক্যান্টিন থেকে বেরিয়ে ক্লাস এই চলে গেলাম আর কেন জানিনা নিজের ওপর একটা ঘিন্না হচ্ছিলো।
"আমরা কেন জানিনা, জীবনে অনেক ঘটনার মুখোমুখি হই, কিছু ঘটনা যেগুলো সারাজীবনের মতো আমাদের জীবনে একটা দাগ কেটে যায় আর কিছু যেটা জীবনে পাওয়া শিক্ষা তা কাজে লাগানোর সুযোগ করে দেয়, এবার ব্যাপার তা হলো যে আমরা মানুষেরা নিজেদর ব্যাপারে এতো তাই বেশি ভাবি যে আমরা যখন কেন একটা ঘটে যাওয়া ঘটনা নিয়ে কথা বলি তখন আমরা অনেক ভালো কথা বলি, সমাজের ওপর আমাদের দায়িত্ববোধ বোঝাই কিন্তু ঠিক যখন ওরম একটা পরিস্থিতির মুখোমুখি হই যেখানে সত্যি নিজের দায়িত্ববোধ দেখানোর দরকার ঠিক তখন ই আমরা যখন থেকে পালিয়ে যাই নিজেদর কথা ভেবে আর তারপর আবার ওই জিনিস তা নিয়ে ই নিজেকে লজ্জিত করি কিন্তু আসলে আমরা ভেতর থেকে মানুষ হিসেবে কিছু ও বদলায় না তো আমরা লোকেদের না বুঝিয়ে, এসব নিয়ে কথা না বলে যদি নিজেরা নিজেদর দায়িত্ব ঠিক সময় এ দেখালে মনে হয় নিজেদের  সমাজের ওপর কিছু ভালো কর্ম করা যাবে"।
                                                                                                  -Prodipto Das

Comments

Post a Comment

Followers

Popular posts from this blog

প্রেম মানে কি ? আসলে কি ?

প্রেম   মানে   কি  ?   আসলে   কি  ?   প্রেম   মানে   কি  ?   প্রেম   মানে   ভালোবাসা ,    প্রেম   মানে   ভালোলাগা ,   কাউকে   প্রথমবার   দেখে ,  তাকে   প্রত্যেক   তা   মুহূর্ত   দেখার   ইচ্ছে   হওয়া ,   একেই   বলে   প্রেম ।   তার   নাম   না   জেনেও ,   তার   ব্যাপারে   কিছু   না   জেনেও ,   তার   জন্য   সব   কিছু   করতে   পাড়ার   অনুভূতি   হওয়া ,   একেই   বলে   প্রেম ।   তাকে   প্রথম   বার   ভিড়   বাসে   দেখে ,   শুধু   তাকেই   দেখতে   থাকা ,   একেই   মনে   হয়   বলে   প্রেম ।   একই   জায়গায়   কাজ   করা ,   কোনো   সময়   দেখা   হলে   মুচকি   হাসা...

আমার শহর কলকাতা

এই শহর, আমার শহর, ভালোবাসার শহর, ঐতিহ্যের শহর, মিষ্টির শহর আর আরো অনেক কিছু ভালোলাগার মতো শহর, এরই নাম কলকাতা । যেখানে মানুষের দিন চালু হয় ল্যাদ দিয়ে আর শেষ হয় রাজ্যের ভিত্তিহীন কথাবার্তা দিয়ে , তবুও  এই  আমার শহর ভালোবাসার শহর । হাওড়া স্টেশন থেকে ভিড় নেমে এসে পড়ে হাওড়া ব্রিজে আর তারপর আসে এই শহরে , তারপর সে কতোই না রাগ কতোই না বিদ্বেষ কতোই না প্রেম আর শেষে কিছু সব ভুলে গিয়ে ভালোবেসে বাড়ি ফেরা , তাই এই শহর ভালোবাসার শহর । এই শহর কবিগুরুর , এই শহর নেতাজির , এই শহরের বাতাশে আছে সাহিত্য আছে স্বাধীনতার ভাবনা , আছে কবিগুরুর কাজ, আছে নেতাজির ফিরে আসার কামনা, তাই এই শহর আশার শহর। RAY থেকে ঘোষ , অপু থেকে শঙ্কর সব আছে এই শহরে , চলচ্চিত্র নিয়ে ভাবি আগে আমরা তারপর ভাবে পুরো দুনিয়া, তাই এই শহর চলচিত্রের শহর। বন্ধুত্বের মধ্যে আসে কিছু ভাবনা , আর তার থেকেই বেরোয় "এই বোকাচোদা", শুনতে খারাপ লাগলেও, মনে লাগেনা , তাই এই শহর একটু অন্য রকম ভাবে বন্ধুত্ব মানানোর শহর । ফেলুদা থেকে ব্যোমকেশ , কিরীটি থেকে শবর সব আছে এই শহরে , রহস্যের এই শ...

A lost Dream

Today I met my Dream again. Dream that walked in my life when I was 8, Dream that left me when I was 18. Dream that gave me a cause to live this life. Dream that taught me how to fight. How can I forget it's glowing eyes, That leaded me in my aimless nights. How can I fail to recall it's firm hand, That held me when I was about to cry. My Dream. It had the same old smile as it had when I was a child. I still desired to grab it's body with both my hands. But it was too late. My Dream was walking to the woods of dark, While I was trapped in the cage of responsibility and Fate.                                                                                              - Swati Singh         ...